(১)
বাইরের পেনসিল ঘর আঁকছে
এগিয়ে দাও গোলাপ রঙ ,
জগৎ প্রেমময় ।


(২)


হাতুড়ি ছিল
ছেনীও ছিল ,
ঠিক সময়ে ঠিক আঘাত দিতে পারিনি ;
পাথরটা ভেঙে গেল ।


     (৩)
সাত পাহাড় আর তের নদী পেরিয়ে
যে দুঃখ সঞ্চয় করেছি ,
কোন প্রভাব বা প্রলোভনে
তাকে কিছুতেই ব্যয় করতে চাই না ।,


      (৪)
আমের গন্ধে নাকি রজনীগন্ধা জড়িয়ে
আর রজনীগন্ধায় বেলফুল
বেলফুলে পদ্ম তারপর শিউলি কৃষ্ণচূড়া ।
ফুলওয়ালি বলেছিল , আমি বিশ্বাস করিনি ।