অন্য মনের অকারণ ধুলো মেখে
ঝমঝমিয়ে শীতের বৃষ্টিতে বেমালুম ভিজে
সারাটা দেহে দাবানলের উত্তাপ দিই ছড়িয়ে
গোপন গোপন সব উচ্ছ্বাস উন্মুখে ।
কাঁটার বনের সামাজিক শামুক খোলসে
লুকিয়ে রাখা মাংসল পদ  ;
প্রেম অন্য ভঙ্গিমায় লুটোপুটি খাওয়া কাদার রাস্তায়
পতিত জমির ঝোপেও নরম গোলাপ ফোটায় ।
পারিবারিক বেণী সুতোয় পা দিয়েই
জীবনের পাহাড় চূড়ায় চলেছি এপার ওপার
নীচে খরস্রোতায় বাক্সবন্দী প্রাণভোমরা ।


তবুও তোমায় অনেক অনেক ভালবাসি
ওগো আমার কলকলানি মানভুলানি সোহাগরাণী
অভিমানী রাধা ।।
                       -০-০-০-