এবার তাহলে ওঠা যাক
অনেকক্ষণ হাত পায়ে তো বসা গেল
সুখ দুঃখের ভাগাভাগি হল
পরিচয়ের অবসর খাদ
উত্থান পতন অনিমেষ হল
হয়তো বা আরো অনেক কিছু বাকী থেকে গেল
তা হোক , এবার তাহলে ওঠা যাক ।
আসা যাওয়া লেগে থাকেই
মুখের বদলে বিমুখও মুখ হয়ে
আশে পাশে ঘুরে ফিরে
আমাকে জবাবদিহি করতে করতে
তোমাকেও বার বার বিব্রত করে যায়
নিশ্চিন্তের বসে থাকাতেও একটুও বিরাম নেই
তাই নিজের কাছে নিজের
আপ্রাণ রসদ সংগ্রহে
এবার তাহলে ওঠা যাক ।
জানি , আমার ততটা প্রয়োজন ছিল না
পথ দেখাতে পথিকই যথেষ্ট
ধুলো লেগে থাকবেই
পাশ কাটিয়ে যাওয়ার রাস্তা
চলতে চলতে আরো প্রশস্ত হয়ে যায়
যে টুকু বিঘ্ন তাতেই মুক্তির মোক্ষ লাভ
অতএব এবার ওঠা যাক ।