শরতের সোনা রোদে আকাশের হাসি
ছেঁড়া মেঘ শিউলির ভোর ভালবাসি ,
কাশবনে দোলে হাওয়া বৃষ্টির শেষ
শীতভাব শিশিরের ঘাস ফুল বেশ ।
খুশির জোছনা ঢালে ফ্যাশন বাহার
নবীন সাজের ইচ্ছে মনেতে সবার ,
গাছ তাই পাতা মেলে কাঁপে দুরু দুরু
চারিদিকে সাজো সাজো শারদীয়া শুরু ।
ঢেউ লাগে উৎসবে , জেগে ওঠে প্রাণ
নানা ফুল ফুটে করে দুর্গার প্রণাম ;
মালা গেঁথে আলো দেয় পূজোর আচার
খুশির দোলায় দোলে হৃদয় সবার ।
আগমনী সুর তুলে আনন্দ গন্ধের
প্রকৃতির সজীবতা অবসান দ্বন্দ্বের ।