(১)
আমার সহজ চায়
তোমার আরো সহজ ভাবনা ,
আমরা তাই সহজের চেষ্টায়
কেন জানি না মাঝে মাঝেই কঠিন হয়ে পড়ি ।


   (২)
ছিনিয়ে নেওয়া
নিজস্ব চিনতে চিনতে
আবার অপরের ।
তার চেয়ে যা আমার তাই থাক ।


   (৩)
এক ফসলের গোড়ায়
অন্য ফসলের সাফল্য ;
চাষির তুলনাবিহীন চাষে
হেমন্ত আজও নবান্ন পালন করে।


    (৪)
তুমি আমি
ঘুরে ফিরে সে ,
আমরাই পৃথিবীর
বাদ বাকী অবশেষে ।