হাতেই হাতের মুঠো ধরা থাকে
হৃদয় যে ছঁতে চায় আকাশটাকে ,
দশদিকে দশকাজ একা সামলায়
ওই দেখো দশভুজা কাজ করে যায় ।


ঘুম ভাঙিয়ে তুলছে মুখের গ্রাস
ইট সাজাতেই খাটছে বারোমাস
আরও মসৃণ প্রসরা সাজায় পথে
হাতেই হাত মেলায় সবার মতে ।


অসুররা সব অস্ত্রের তাথৈ নাচে
ধ্বংস যেন আরও উন্মত্ত সাজে
তবু আজও দশভুজা মাভৈ প্রাণে
দুষ্ট দমন শিষ্ট পালন তাও জানে ।