রোদের ছায়ায় পড়ন্ত বিকেলে
বেরিয়ে পড়ল এক গুচ্ছ অবকাশ ;
একের পর এক জমা হতে লাগল
চায়ের দোকান ,  মিষ্টির প্রসরা ,
তেলে ভাজায় গুলতানির আসর ।
মুখে মুখে ফিরতে লাগল আকাশি আলোচনা
ভ্যাপসা গরমে বৃষ্টি হবে
নাকি ঝড় আসবে ?
এত সব মুখর জিজ্ঞাসায়
বারান্দার ফুলের বাগান ,
ফ্ল্যাটের ধারে ত্রিভঙ্গ দাঁড়া শুকনো গাছ ,
হারিয়ে যাওয়া মাঠ ,
পথের ধারের মাড়িয়ে যাওয়া ঘাস ,
বুজে যাওয়া রুগ্ন পুকুর ;
নিঝুম হয়ে দেখছিল
আর বিশ্ব চরাচরে
ধীরে ধীরে সন্ধ্যা নেমে এল ।
        -০-০-০-