দরজার বাইরে দরজা
মুখ বাড়িয়ে সাজানো প্যাণ্ডেল ,
প্রতিমা আঁকতে
ঘাম মোছেনি মোহ ;
আনন্দ নিশানায় ঝুলিভর্তি খুশি
মুখ ফেরায়নি দুর্গতি
অসুরের নিধন অস্পষ্ট আলেখ্য ।
আরো তুমি উন্মাদনা
কর্মের অগ্রনী
ছুটি পায়নি কোন মুহূর্ত ।
বিতর্ক জুড়ে দেয় চাঁদা অধিকার
ঢাকের বাদ্যি
সেও তো খরচের খাতায়
হিসেব জমা ।
পুজোতেই পুজোর অঞ্জলি
দুর্গার দশহাত ।
   -০-০-