(১)
বেকার
--------
নিষ্কর্মার হাতে পায়ে
খিদে তাড়ানো ,
কি যে নিদারুণ !
অসময় জানে ।


   (২)
আমাকে ছেড়ে
সেই খুঁজছ আমাকেই ,
তুমি হারিয়ে
আমিও অন্য তোমাতেই ।


   (৩)
আবার পূজো এসে গেল !
বাবুর কাছে আর একটু বেশি চাইতে হবে
গিন্নী যাই নয় তাই মুখঝামটা দেবে ;
তা হোক । এই শরতে আমারও যে কিছু শতদল চাই ।


   (৪)
দুঃখের সাজানো তত্ত্ব
মাথাতেই লুকানো থাকে;
মানুষ তাই সারাজীবন দুঃখী ।