অভিজ্ঞতার ঝাঁপি খুললেই বেড়াল বেরোবেই ,
আর তাতে পক্ষের লোক যদি একটু নুন ছিটিয়ে দেয়
তাহলে পরিবেশন বেশ উপাদেয় হয়ে ওঠে ;
কিন্তু বিপক্ষের সেই নোনতা স্বাদ
তোমার জন্য এক সমুদ্র ঢেউ হয়ে
আছড়ে পড়বে তোমারই বালুকা বেলায় ।
সেই অভিজ্ঞতা শুধুই রুমাল হয়ে ঘাম মুছতে থাকবে
আর সমুদ্র স্নান বাথরুমেই শেষ হবে ।
অভিজ্ঞতা তাই চুপ করে বসেই থাকে
আর মাঝে মধ্যে একেবারে প্রয়োজনীয়
দু-একটা কথা বলে চলার পথকে সচল করে দেয় ;
পুরো বিষয়টা সংক্ষিপ্তায়নে কোথায় যেন হারিয়ে যায় ।
আর আমরা প্রত্যেকে স্বকীয়তায় ভাস্বর হতে চেয়ে
অভিজ্ঞতাকে হারিয়ে ফেলি
নিজেদের দেখা নিজস্ব অভিজ্ঞতায় ।।
                    -০-০-০-০-