চোখের পাশ দিয়ে ঝরে পড়ছিল ইশারা
অবুঝ মন বোঝে নি সহজ আবেগ
আরো গভীরে লুটে নেওয়া লাভ ক্ষতিতে
ব্যস্ত রেখেছে নিজের স্বভাব ,
হাতের বাইরে আঁচল ভর্তি ফুল
মালা গাঁথা অবসরে শুধুই পাটভাঙা সুতো
আসি আসি করেও উৎসর্গ
তার জীবন যাপনের পুরো ব্যাখ্যা করেনি
এক গলা জলেও ঝরে যাচ্ছে
অঝোর বৃষ্টি ।
ইশারার মানদণ্ড মুখ বদল করে
বড় হওয়া গুনে গুনে আরো বড়
কোন এক প্রান্তে থিতু হয়েও হাঁপাতে থাকে ।
এবার যত্নের সমীকরণ
তোমাকে শুন্যের দোলায় দোলাবেই
স্বাধীন সামগ্রী আকাশ দেখবেই ।
       -০-০-০-