দিন যতই ফুরিয়ে যাক
সে তো শুধুই আর একটা দিন আনতে ,
যতই গোড়া থেকে কেটে দাও
বাঁচিয়ে রাখাটাই তো জীবনকে বাঁচাতে ।
গুলিয়ে যাওয়া ভাবনা
সে তো শুধু তোমারই এগিয়ে যাওয়া
ধরা দিতে শেখা হৃদয়ে
আমাদেরই অযাত্রিক কোন গান গাওয়া ।
ধ্বংসের এ কোন লীলা
তুমি কি একা একাই বাঁচাতে চাইছ তাই  
স্বপ্নের লুকোচুরি পথেই
সারি দিয়ে দাঁড়িয়ে রয়েছে তুমি যাচ্ছেতাই ।
বাসা বদল করা খোলসে
লুকায় না কোন দম্ভের রুক্ষ প্রস্তর প্রান্তর
চলমান আগামী দাঁড়িয়ে
সম্পর্কে বাঁধনে বাঁচিয়ে বাঁচতে চায় এ অন্তর ।