গল্প করার আর কিছু নেই ,
কিশলয় পাতা হয়ে ঝরবেই ;
শুধু দেখতে হবে ঝড়ে উড়ে যায়
নাকি ঝড়কে উড়িয়ে নিয়ে যায় ।
ঘুরপাক খাওয়া পতনশীল
জানি মাটিতেই পড়বে ,
তবুও আকাশের উন্মুক্ত দোলাচল
বায়ুতে জলের আর্দ্রতা কোলাহল
আলোর তীব্র প্রহসন
আর ডানার গন্ধ মাখা চিল
তার সাথে
মিলে যাক মিশে যাক ।


রৌদ্রের গায়ে বিন্দু বিন্দু ঘাম
একই বিকেলের অবসরে
সময় পেরিয়ে সময় হয়ে যাক
আর গল্পটা হোক পরিপূর্ণ ।