রাস্তা পেরিয়েই তুমি ভাবছ
যাক বাবা , চলে এসেছি
লক্ষ্য পথ শেষ সীমানা ।
নারে ভাই , আবার অন্য রাস্তা
অন্য কষ্ট অন্য আস্তানা ।
রাস্তা জুড়ে কিলবিল ভাবনা
আরো পাওয়ার উৎকট ছলনা
মুকুট হারানোর বার বার বেদনা
কি যে গুপ্ত কথার মুক্ত আলোচনা  
ভাবতে ভাবতে মোহের চমক
পেরিয়ে গেল আরো কত রাস্তা ।
যারা মুখর মুক তারাও পিছিয়ে নেই
রং করা দেওয়ালেও ঝোপের কোপে
দিশেহারা রাস্তা পায় নি
বা পেয়ে যাবে চলার ছন্দ
তাও লভ্যাংশ খায় গুনে গুনে ।
তাতেই জীবন চলে আরো
রাস্তার পরে রাস্তা পেরিয়ে ।
-০-০-০