ছোট্ট ডিঙিতে উপচে পড়া পদ্ম
আঁকড়ে ধরে পৌঁছে দেয় মণ্ডপে ,
মাথার ঘামে দুর্গতিনাশ সাজাতে
বাড়িয়ে দেয় উদয় অস্ত সবান্ধবে ।
ময়লা মাখতে মাখতে আরো মলিন
মুঠিভরা ধুলোমাটিতেই অর্চনা ,
বাঁশ খড় আর কাদার প্রলেপেই
সৌন্দর্য্য প্রকাশ করে মনের আয়না ।
বাতাসের দোলনা ডিঙিয়ে কাশ
শারদ আমন্ত্রণ করে গোছাগোছা ,
দশকর্মার করিৎকর্মা ভর্তি ডালা
শান্তির বেলপাতায় সহজ সোজা ।


এত হাতের দিকে দিকে দশভুজা
অস্ত্র সজ্জাতেও অধরা অসুর বিনাশ ,
তুলোপেঁজা আকাশবদ্ধ কপালেও
প্রসাদ পায়না হাতপাতা অভিলাষ ।
চলছে দোলায় দশভূজ সমাহার
আনন্দসুর আগমনী নিরন্ন ঘরে ঘরে ,
প্রাণের ভোরাইয়ে স্নিগ্ধ শিশির
শিউলির অঞ্জলি অন্তরে অন্তরে ।