আমার আর কোন গোপন নেই
যদিও আকাশের জমে থাকা মেঘে
পুরো বৃষ্টি ঘটাতে পারি নি
আড়োলিত বুকের বিদ্যুৎ ঝলকানি হয়ে
ঝরে পড়তে পারি নি মাটিতে ।
আমি তো সহজ সরল জীবন্তিকায়
ডালপালা পাতা ফুল ফলে সবুজে সুগন্ধে
তোমার কাছে পুরোটাই মেলে ধরেছি
পৃথিবীর পথে পথে পায়ে পা ফেলেছি
মুখে মুখ হয়ে ছাপ রেখে পৃষ্ঠার উদ্ধৃতি দিয়ে
সূচিত করেছি রঙ স্বপ্নের ঘর বারান্দা ।
তবুও বুকে অনেক জালিকাকার ভাণ্ডার
ছাইগাদায় মাঝে মাঝে উসকানো আগুন
সমুদ্রের মাঝে অনতিক্রম্য ঢেউ
পাহাড়ের তলায় কষ্টিপাথরের চিরাগ
কিছুতেই উদ্ধার করতে পারি নি
তাই অপ্রকাশিত হয়তো অনেক কিছুই ;
তাকেই খুঁজতে খুঁজতে নিজেকে নিজে
আমি পুরোপুরি তুমি হয়ে গেছি ;
আমার আর কিছুই গোপন নেই ।
       -০-০-০-