দেহে শিহরণ খেলে যায়
কর্মের অবধারিত
পথের দিশায় দিশায়,


পাশে থাকা রিনিঝিনি
হাতে হাত
পরশ মুখর অনতি সময়
ছকে ছক মুহুর্ত,
নিজের চলমানে
উপাচার খুঁজে পায় ।


জেগে থাকা আন্দোলনে
গোলাপ ফোটে
চাঁদের আলো ভাসে
অ-ভাবনার অন্ধকার রাতে
শান্তির কণা দুঃখের সংসার
ঘর বাঁধে।


আকাশজুড়ে স্তরে স্তরে আলোকিত
মুখেই মুখোমুখি,
তুমি আমি দুজনেই আমরা
প্রেম গরিমার অবাধ অনন্তে
শুধু ভালোবাসি ভালোবাসি ।