ভাল খেলতে পারত না জেনেই
বারবার ডেকে নিয়ে যায়
একদল ছেলে বিকেলবেলায় ।
বরাবর ভাবত আজ ঠিক জিতে যাব
এইদিকে নজর করে ওদিকে তাক করলেই
ঠিক দাঁও লেগে গিয়ে আজকে জয়ী হবেই ।
কিন্তু আগের মতই হেরে যেত হত
আর তাকে হারিয়ে সেই একদল ছেলেদের
বিজয়ের হাসি একটুও হত্যোদম করতে পারে নি
দিয়েছে অনুপ্রেরণা ।
হারিয়ে দেওয়ার কৌশলও একদল ছেলে
রোজ পরিবর্তন করে ফেলত ;
সেই পাল্টে যাওয়া হারিয়ে দেওয়ার ভাবনা
ঘুরে ফিরে সামনে থেকে পেছন হয়ে
তাদেরই তাড়া করে বেড়াতে লাগল ।
আর হেরে যাওয়া আবার হেরে যাওয়া
শুধু এগিয়ে যাওয়ার অনাবিল ইচ্ছায়
খেলোয়াড় হতে পেরেছে ;
কেননা তার অংশগ্রহণ সমাজের বুকে
ক্ষুদ্র ক্ষুদ্র সংস্কার হয়ে রয়ে গেছে
সভ্যতার দিকচিহ্নের হাজারো কাজে ।
-০-০-০-