নদীর বাঁকে নদীর কথা চিনতে করিনি ভুল
মাটি খুঁড়েই রহস্যভেদ ফুটছে জীবন ফুল ,
কষ্টের হাতে হাত রেখে এগিয়ে চলা পথে
কাঁটার বকুল মুকুট মাথায় চলি নিজের মতে
যাত্রা শেষে নির্যাসটুকু চেনায় গোলাপ শোভা
হাজার বাণী লুকায় বুকে থাকে নীরব বোবা ।
চাপা পড়া কান্না হাসি নাচে সৌধ সীমানায়  
একে একে হয় যে অতীত বর্তমানের পায় ।
নদীর কথা নটে শাকেও মুড়িয়ে মোটে যায় না
জীবনের সুর বাজিয়েই চলে অতীতের মূর্ছনা ।


     -০-০-০-