(১)
যাকে চিনিনা সে কে ?
যাকে চিনি সেও তো কে ?
পরিচয় আঁকড়ে ধরেনি মানুষ ,
বিচ্ছিন্ন সীমারেখায় ।


    (২)
বন্ধন
-------
রোজ সম্পর্ক চিনুক সম্পর্ক
পরিবার সামিল উৎসবে ;
আনন্দের রেশ
মানবিক ।


    (৩)
হাসি কিনতে হাসছি
হাসি জমছে বুকে ,
বিক্রিবাটা চলছেই
মানুষের দরবারে।