আজ আমি নিঃস্ব
আজ আর কোন অক্ষর আমার হাতে নেই
শব্দের বিকৃতি ঘটে গেছে অনেক আগেই
বাক্যগুলো এ পাড়া ছেড়ে চলে গেছে
ভাবের উচ্ছ্বাসে জীবনের মিল খুঁজে পেতে
আমার চলার রাস্তা চড়াই উতরাই,
রোজ পথ আটকে দাঁড়ায় অ-কাব্যের হাজারও বিশ্লেষণ
গদ্যের ভিড়ে গল্পের আকারে শুধু ধুলো আর ধুলো
কিছুতেই মূর্তি গড়ার একতাল মাটি পাচ্ছি না ;
মনের সরল উক্তি অলি গলিতে বাকরুদ্ধ
সাহসী পদক্ষেপে এত বিভক্তি  
দ্বিধাগ্রস্ত বাঁচাতে চাওয়া কালো মেঘের আকাশ।


আজ আমার কঙ্কালসার অস্তিত্ব
জীবনের দরজায় জীবনকে বয়ে বেড়ায়  
আর খুঁজে ফেরে বেঁচে থাকার হাজারো বিমূর্ত রহস্য ।