সিধান্ত নিতেই হল


পরিণামের বালাই
চেপে ধরেছিল আষ্টেপৃষ্ঠে
ভাবলাম, এইটুকু সুযোগ
এর বাইরে তো পুরোটাই অনধিকার,
তাও তো সংস্থান।

কেউ বন্ধ করে দিতে পারে না
অলি গলিতে যতই বিভ্রাট হোক।


মুখ আসলেই মুখ
সে তুমি হতে পারবে না
এমন কি আমিও না।

তুলির আঁচড় কিন্তু বন্ধ থাকে না
হাত বদলে
সেও এখন কাঠের পুতুল
ঘর আঁকা সহজ
তাই কোন দ্বিধা নেই
সঠান ঢুকে পড়ল ঘরে।


আর প্রতিটি মূর্তিমান
চলছে আপন খেয়ালে।