পাশে আমারই রূপান্তর,
স্বপ্ন দেখেনি
স্বপ্ন দেখাতে শিখিয়েছে।


পায়ে পায়ে হাঁটা
হাঁটুর জোর বাড়িয়েছে,
পাথর ঘষে
রান্নাবাটি খেলা বুঝেছে
মাটি কখনও আলগা করে না।


একের পিঠে এক
তাতেই অন্যকিছু
উৎসাহে তাই ভাটা পড়েনি
স্রোতের টানে নিজের আখ্যান চেনা যায়।


রূপান্তর স্পষ্টতই চেনা গলি,
আমরা অনেকেই
শুধু আমরা হতে পারিনি ।