সময়মত বাঁক নিতে পারলেই
সহজ সোজা জীবন পথ চলা;
ফুলের বনে দুলছে মধুর চাক
শ্রম কাহিনী আঁকাবাঁকায় বলা,
আকাশ খোঁজে মেঘ পাহাড়েই
নামছে ওই অঝোর ধারা বৃষ্টি
কত শত পথের পাড়ি আলো
জাগিয়ে রাখে সহজ বাঁচা সৃষ্টি ।
কোন রাস্তাই সোজা নয়, বাঁকা
চলার ছন্দ আলো , দৃষ্টি সোজা
সাজানো সব হাত বদলে মুখ
বাঁচার থাকে না তো চোখ বোজা।