(১)
অবস্থান
--------
হ্যাঙারে ঝুলানো জামাটা
ভালো লাগছেনা,
এবার পরে নাও।
সৌন্দর্য তার নিজস্ব খুঁজে নেবে।


   (২)
সাংসারিক
---------
চিরদিন আমি দুঃখী দুঃখী ভাব,
তুমি সুখী মুখ আনন্দ ভাগীদার।


   (৩)
আলো খুঁজতে
অন্ধকারের পথচলা
অনেকেই চলেনা ।
দাঁড়িয়ে পড়ে ; বলে - আলো নেই ।