প্রতিশোধ সবার মনে
         দুধ কলা পোষ্য
ছড়িয়ে আগুন স্পৃহা
          কেড়ে নেয় সর্বস্ব ,
কেউ ভাবে বিধানের
           ক্ষুদ্র আমি কে বা
সহ্যটুকু সয়ে নেয়
            ক্ষমা গুণ সেবা ।
বদলে বদলা ভেবে
             ন্যায় নির্ধারণ
জায়গা যায়না ছেড়ে
              সর্বনাশ পন ,
তুমি আমি কতটুকুই বা
              বুঝি শোধবোধ
দোষী শাস্তি ঠিকই পায়
              কর্মের প্রতিশোধ।