(১)
সাম্মানিক
-----------
দু'মুঠো খেতে পেলে
কে আর কি চায়?
ভরাপেটই যবনিকা আঁচড়ায়।


  (২)
বাড়ির ছাদ
---------------
বাবার জন্য একটা আরাম-কেদারা
বানাতে বানাতেই
বাবা চলে গেলেন। সঙ্গে মাও।
গাছ পাখিটা আজও ঘরে বসে আছে।


  (৩)
অবস্থান
--------
হ্যাঙারে ঝুলানো জামাটা
ভালো লাগছেনা,
এবার পরে নাও।
সৌন্দর্য তার নিজস্ব খুঁজে নেবে।


   (৪)
যত বলবে ততই ভগ্নাংশ
চুপ করে থাকাই পূর্ণতা,
সময়ের উচ্চারণে।