ভাবলাম এই তো শুরু
এত তাড়া কিসের?
দাঁড়িয়ে থাকা দাঁড়িয়ে থাকল
চলতে থাকা চলতেও থাকল
অবস্থান তার জায়গা খুঁজে নিল।


সমান্তরালে গাছে পাখি ডেকে যায়
চাঁদের রূপ তার সীমা দখল করে
খুবলে খাওয়া তৃপ্তির ঢেকুর তোলে
এক্ষুণি বিষমরেখা টানতেই হবে
নাহলে দেরি হয়ে যাবে।


কেউ ডাকলে যাবই
না-ডাকলেও যাওয়া বসে থাকেনা,
হাত লাগিয়ে উচ্চারণে সামিল হতেই হয়
না হলে আমি-কে চিনতে পারা
বড্ড কষ্টের হয়ে যায়।


তাই তাড়া দিই
ওঠ ওঠ , এবার উঠে পড়।