দেখা হলেই তোমাকে
আমার কৃষ্ণাচূড়ায়
ফুলে ঢাকা অবসর
কোকিলের সুরেলা সঙ্গমে
মৃদু মন্দ মলয় মাটির গন্ধে মিশে
হৃদয়ঙ্গম অনন্ত অবাধ বিবাগী
প্রেম হয়ে যায়।


বাইরে পাল্টে যাওয়া বসন্তে
মুক্ত বিলাসী হাঁটা পথ
তোমাকে খুঁজছে,
উঠোনজোড়া বন্দনায়
এ সব সাজানোই থাকে।


তাই তোমাকে পেয়ে
আমি জীবন বসন্ত হয়ে যাই।