জিজ্ঞেস করতেও ভয়
আপনি ভালো আছেন তো ?
রাস্তার ঠোক্কর নিজেই চলতে পারছে না ,
ফার্স্টফুডে অস্থির পাকস্থলী,
সুউচ্চ মিনারের পাশে
পোকামাকড় কুঠুরী ;
আদর্শের পায়ে দাম্ভিক চিত্র
আর প্রযুক্তির বাহানাবাজি।
আকাশে উপগ্রহের দিশাসূত্র
গাছেরাও মাটির বৈঠকে
বারান্দায় হাঁসফাঁস।


প্রতিটি আমি ভাল থাকার
আপ্রাণ বিশ্বাস খুঁজে বেড়াচ্ছে
-আপনি ভাল আছেন তো ?


তবুও আমাদের অবস্থানে
আমরা বাঁচার ঠিকানায় ,
পৌঁছে যাব আর বলবই -
আপনি ভালো আছেন তো ?
             -০-০-০-