কষ্টের ছকেও ফোটে গোলাপ
শান্তির গল্পেও জীবন বিলাপ,
ঝাঁ চকচকে তবু কাঁটার বাগান
ভাটিয়ালি সুরে কলির ঝাঁপান।


মুখ্য নয় যদিও, দাপট বরাবর
গাড্ডায় একপা, চলছে চরাচর;
সবাই জানে কে ছিল ঠাকুরঘরে?
তাও তো দোষ দেয় অদৃশ্য ঈশ্বরে।