ডাল ধরতে শেখেনি
চলেছে পাতায় পাতায়
জাল বিছিয়ে আত্মভোগ
যতটা পারে শুষে নেয় রসস্রোত


এভাবে
একদিন গাছ হতে চাওয়া অধিকার
মাটি খুঁজে পায় না
শেকড়ের সন্ধানে তলিয়ে যাচ্ছে অতলে


সময়ের হাত ধরা জিজ্ঞাসায়
আবার ডালপালা মেলেছে দিগন্ত


সূর্যের লোভে
আলো আঁধারেই
তার অনন্ত বসবাস