আমাদের বাড়িতে আসত না,
আমরাই যেতাম এর ওর বাড়িতে
শীতের রোদ মাখতে
গ্রীষ্মে শীতল হতে
আর বর্ষায় ছাতা খুঁজতে।
কেউ পান সুপুরি পেতে রাখত
কেউ বা ঝাঁটার বাড়ি,
খাতিরের অলঙ্করণ
আমাদের ভুলে যেতেই হয়।
তারই মাঝে বসার জায়গায়
দেখেছি ফুল পড়ে থাকতে
অঞ্জলি হাতে মগ্ন মুখ দাঁড়িয়ে
হৃদয়ের সুরে অভয় বাণী
আর আমরাও সময় স্রোত।