কতটা কি কতটুকু পাবে
ভাবে না সে;
সকালের উঠে পড়া কাজের সঠিক
দিনের দিশা খুঁজে পায় তাকে;
ভাল মন্দ কম বেশি
অনেকটাই ফুলে ফলে ভরিয়ে রাখে।
কাজ পাগল ফোকট চায় না
জল মেশানো মিশ্রন গাঢ়ত্ব হয় না
থিতিয়ে পড়া অকাজ
ঘোলাটে ফাঁকিতে পা দেয় না,
হ্যাঁচকা টানে পিছিয়ে পড়া
টেনে তোলে,
আর বাঁচার মন্ত্র সে আরও বাঁচায়,
কাজ তার পেছনে
আরও কাজ খুঁজে পায়।