অপেক্ষার হাত
নিশিপিশ করে ওঠে,
শেষ সম্বলটুকু দিয়েও
প্রাপ্তি তার জায়গা করে নিতে পারে না।


ছেলে ভোলানো দিচ্ছি দিচ্ছি
না-য়ের প্রতিধ্বনি,
বুঝতে বুঝতে
ভেঙে পড়ছে যুগের সাঁকো;
ভেতরে ভেতরে লড়াই
আগুন জ্বালায়
ছাই হয় আর মরে যায়।


ফায়দার ঘরে অসীমের আমদানি
মুখে মুখে পেয়ালা
আর অপেক্ষা
চিত্রবিচিত্র আঁকছে
তোমার আমার প্রেক্ষাপটে।