গাছের ফাঁকে গাছ দেখা যায়
সূর্য হাসে খিলখিলিয়ে
তাই তো বনের শোভা,
পথ পেরিয়ে পথ দেখা যায়
মানুষের আনাগোনা
তোমার আমার আস্তানা।
ফুলে ঢেকে যায় বিস্তৃতি
কাঁটার যন্ত্রণা দূরদূরান্তে
পশুরাও ভিড় করে সংশোধনে।
ভারি বুটের রহস্য ক্ষমতা
পাথরে পাথর ঠুকে
জল গিলে খায় নির্দ্বিধায়;
ধ্বংস ফুটে ওঠা ছাল চামড়ায়
সিঁন্দুরে মেঘ দিগন্ত ।
বেশ, তাই হোক
তবে ঢেকে যাক ছেয়ে যাক
গানের অজ্ঞান বেশ, রঙের দেশ
মুখ আগামীর অধিকার ছদ্মবেশ।
সেখানের বিন্দুতে আমাদের নিবিড় বাস
হৃদয়ের কল্পকথা গল্পবলা
হৃদয়ের অধিবাস।