খিদে জমিয়ে রাখলে
শরীরের ব্যাকরণ
মনের রেখাচিত্রে
স্পষ্ট হয়ে ওঠে,


খিটমিটিয়ে অনধিকার
নাক কান গলায়
খুবলিয়ে খুচিয়ে
পেট ভরিয়ে
পেটের পাশে
পাশবালিশ জমা করে।


যারা খিদের খুদ
খুঁজতে খুঁজতে বাঁচে
ব্যাকরণে তারা বড়ই অদক্ষ,
সূত্র তাদের জন্য
এক ধাগা সূতোও এনে দেয় না।