কুয়াশা চাদর মাখা রোদের বিষন্ন
মিশমিশে বাতাসের দিন অবসন্ন
গাছেদের দুরুদুরু পাতা কি বিদায়?
খুব কষ্টে দিন করে গরম আদায়।
জীবের খোলস মুখ দেখে যে আকাশ
কর্মের আলস্য খোঁজে ঘর বন্দী বাস,
বাসনার সুপ্তি সুখ ওম মাখে গায়
আগুন নেই মানুষী? বাঁচতে সে চায়।


শিউলি ইশারা ঝরে শরীর সরণি
আলোড়ন বুকে হাত পর্ণমোচী ধ্বনি,
ফুল ফল শুভ্র ডালা শিশির মাদল
রাত চুপ আলো মুখ ঘুমের আদল।
সামাজিক শীতঘুম প্রকৃতি মরম
ঋতুর ঝরা সময়, আগামী শুভম।