আমিও রঙ ঠেকাতে পারি,
অনেকটা ঠিক ঢঙ সইয়ে
তোমার জন্য বসে থেকে
বন পাহাড়ে আঁকা মরুভূমি।
দূরে চাঁদের মুখ সকলে
পিছলে পড়া রাত্রিবাসে
কি জানি কূটচালে সুখ
তোমার জন্য পাহারাতে আমি
সমতলেও উঁচু ঢিপি বুনি।
রাখ তো এসব অনেক হল
আসল কথা ভালোবাসি
বাসতে কেবল পারি?
তোমার জন্য আমার আমি
সত্যি বলছি রঙ গাঁথতেও পারি।