আমাকে তোমার সাথে দেখা করানো
দায়িত্ব মুহূর্তের,
তাকে স্থায়িত্বে বদলে ফেলা
অবস্থানের নিজস্ব ইচ্ছের,


এভাবেই ফুলের সুবাস
ভ্রমরের গুঞ্জনে ঘোরে ফেরে,
সুর্যের উদয় অস্তে
দিগন্ত হয় দিনরাতের মিলনে।


তারপর পথ খুঁজি তোমাকে আঁকতে
পথ হারাই আমাকে খুঁজে পেতে,
এক পলকের এমনই যুগচিত্র
তুমি আমি নিয়েই
এই ঘর বাড়ি উঠোন
অনন্তের অভিপত্র।