মাটির ভেতর লুকিয়েছিল পাথর কুচি
শক্ত ভিত ভাঙছে সে যে শেকড় বাঁধন,
লুকিয়ে রাখা ছলাকলার নানান রুচি
সম্পর্কের কাটাছেঁড়ায় করে পদচারণ!
বৃক্ষ ঠায় দাঁড়িয়ে থাকে ফুলে ফলে
প্রাণ বাঁচিয়ে প্রাণের ছোঁয়া দিকে দিকে,
কারুকার্য সবটুকু স্বচ্ছ আলোর মূলে
কিছুতেই তাই আগামী হবে না যে ফিকে।