জানো বিভাস, সব ছন্নছাড়া
গুছিয়ে ওঠা
মাপজোঁকহীন গজিয়ে উঠছে


ফেলে আসা
আবার ফেলতে যায়
অসহায় আগুপিছু
সংশয় আঁকড়ে দোটানায়


আরো আরো আরো আকাশছোঁয়া
তবুও যেন নেই
মন বাহানায়
পার হওয়া রাস্তায় ওপার নেই


বিভাস, বড্ড ছন্নছাড়া
রোজ বাসা বদল
গাছেরাও ছেড়ে দিয়েছে জমি
মুখোশ এঁটে বসে আছে রহস্য


মায়ের বড্ড কষ্ট
ঘরের মধ্যে বাইরে খোঁজা
বাইরে ঘর সাজানো চেষ্টা
আঙিনাটুকু আঁকড়ে ধরা বৃত্তি।


বিভাস, বড্ড ছন্নছাড়ায়
দু-দণ্ড তুমি প্রেরণায়
আমার শান্তি সুলুক হোক।