আরও হতে হতে আর পারছি না।


ঠিক কি চাইছ বলতো?
যা হয়েছে এখানেই শেষ করে দাও,
তারপরের দরজা বন্ধ
শুধু তুমি আমি কিছু অ-কথা অ-গাঁথা।


ওই যে আরও
আবার হাঁক পেড়ে গেল
- আমি এয়েছি, এই নাও। নিয়ে যাও।
হামলে পড়ল লাখো লাখো


সেও বেচারা তিতিবিরক্ত
পাল্টে ফেলল নিজেকে
আবার আরও এসে গেল।


আরও আর সংযোগ পাচ্ছে না
পাতায় পাতায় হাতে হাতে
মনুষ্য দোলা,
বিচ্ছিন্ন কাঠামোতে
ফাঁকির উর্ধ্বগমন


হিসেবের ঘরে
কিছুটি নাই।