পড়ন্ত বিকেল
কাজের শেষ
মাথায় ভিড় বাস ধুলো ধোঁয়ায়
ঘরের চায়ের গন্ধ মিশছে।
কর্পোরেশনের জলের ভার
ছাপোষা সাদামাঠা  
দু চারদিনের আলাপ
বাড়িয়ে দিল অনাবিল
এক চিলতে হাসি ।
এক ঘেঁয়ে টানাপোড়েনে
প্রত্যুত্তর ধরে রাখতে
ধীরে ধীরে পা ফেলে
ছেলের আলতো বউয়ের উঁ হুঁ
মেয়ে খুনসুটি
আর চায়ের কাপ ফুলের মত ধরে
সন্ধ্যের সোফায় মৃদুমন্দ টিভি শুনি।
কোন শর্তেই এ আমি হারাতে চাই না
জীবনের পাওনা ।
           -০-০০-০০-