সন্ধ্যের গা বেয়ে হিমের পরশ
দূরে রহস্যের গণসংগীত
ছেয়ে যায় না-বলা চৈতন্যে।


বকের ডানায় গন্ধের প্রলেপ
কিংশুকের সাথে এক আদরে বসতে চায়,
বলতে পারে অনেক কিছু
তাও দলছুট মেঘের রাজ্যে মগজের সুর।


কপালের বিভ্রাটে বিকল্প উল্লসিত
অজানা ফন্দি ফিকির
দমিয়ে রেখেছে মহত্ব।


যা কিছু গর্ভের মূল্যায়ন
দিকচিহ্ন হয়ে যায় বিষয় অগ্নিসারে।