যে দুমুঠো দানা খুঁটছিল
তাকে বললাম - প্রতিরোধ নাও, বেঁচে যাবে।
আমরা সবাই দাঁড়িয়ে দেখলাম
তার হাহাকার বাঁচা খুঁজছে,
শুকনো ডালপালা জ্বলছে উনুনে
খিদে গড়াগড়ি খাচ্ছে ফুটপাতে
উপুড় ঝুপড়ি নোংরা ঢাকছে
রোগের কীর্তন ফেলে দিয়েছে শোরগোল।
আমাদের শ্লোগান
হাটে বাজার বসিয়ে হাঁকছে
শুনছে অনেকেই তড়পাচ্ছে আরও বেশি;
জানে, লুকোচুরি আছেই।
নিজের প্রতিরোধ গড়তে
ঢাল বানাচ্ছে আমাদের,
সভ্যতা বড় নির্দয়
পরিসংখ্যানেই উন্নত হয়।