যারা আকাশ হতে চেয়েছে
তারা কেউ মাটি ছাড়ে নি,
মাটি ছেড়ে হাওয়ায় হাওয়াবাজি
কংক্রিটে ঠোক্কর
আর খননে অন্ধকার,
আকাশ তাদের হাতছানি দেয় নি।
বাকীটা ফেলে দিয়ে
দু মুঠো নেশায় জগৎ বিচ্ছিন্ন,
সমস্ত অধিকার
গিলে ফেলল চরাচর,
সুযোগ রোপন যদি এতটা সহজ হতো
তাহলে আকাশ এতটা বড় হতো না।
আকাশের মত মাটিও যে
আমাদেরই সরেজমিন।