(১)
নিজস্ব কোণে
সফলও হাত-পা ছড়িয়ে কাঁদে;
সেভাবেই সে তার পূর্ণতা পায়।


   (২)
পরিক্রমা
---------
আরও দূরে আরও দূরে
হেঁটে হেঁটে চলে যাব শুধু দুজনে,
আঁকাবাঁকা গোলাপ হৃদয়ে
পাখিরা রোজ খেলা করে যেখানে।


   (৩)
প্রেম নিবেদন
------------
কিছুদূরেই নিভৃত দ্বৈত একক
তারপরেই গোলাপ বাগান,
শেষে ঐকান্তিক পূর্ণতা।
হৃদয়ের কথা ঘুরে ফিরে বছরভর।