বুকের কষ্ট শব্দে বাঁধি না আর
খুঁচিয়ে খুঁচিয়ে ঘা করার আগে
তুমি কি ভাববে -
ওখানে নিকানো উঠোন জুড়ে
খেলা করত সারাবেলার কোলাহল,
চর বিশপুরের গলুই স্যাকরা
খাঁটির হা-পিত্যেশ করে বসে থেকে
গুটি গুটি পায়ে বিফল কিনে চলে যেত।
নাই নাই রাজ্যে যেটুকু হ্যাঁ হয়ে
দরজা খুলে হুড়মুড়িয়ে ঢুকে পড়ে
তাই আমার অনেক পাওয়া।
যেন সন্ধ্যেতারার এক ঝলক বিছানাপাতা।