বুকের ভেতর ধুকপুকানি
উড়াল দিয়ে যায়
কি কথা সে কেমন কথা
অজানা রূপ পায়,
চায় না যেতে তবুও সে
স্রোতের জিজ্ঞাসা
মাথাকুটে মরছে কেবল
এমন ভালোবাসা,
আছে কোথায় হৃদয়পুর
খুঁজছে জগতময়
অচিন পারের মেঘমালা
ঘুরছে মোহময়।
সীমানা তার অন্তঃপুরের
অসীম হাতছানি
হাত বাড়িয়ে ধুকপুকানি
প্রাণের মেহগিনী।